করোনা ভাইরাসের বিস্তার বন্ধের লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ৩০ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা বাড়িয়েছে। বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেন।
তবে এ সময়ে বিমান বন্দরে কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে।
এর আগে গত ৫ এপ্রিল এক প্রজ্ঞাপনে বিমান বাংলাদেশের সকল ফ্লাইট ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা প্রদান করা হয়। নতুন ঘোষণা অনুসারে পুরো এপ্রিল মাস জুরে বন্ধ থাকছে সকল রুটের বিমান চলাচল।
২১ মার্চ ১০ দেশের ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ বিমান। ২৮ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় এপ্রিলের ১৫ তারিখ পর্যন্ত এ সকল দেশে যাত্রী পরিবহন বন্ধ ঘোষণা করে। অন্যদিকে দেশের অভ্যন্তরীণ রুটে বিমানে যাত্রী পরিবহন নিষিদ্ধ ঘোষণা করা হয় ২৫ মার্চ।
এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩০ জন, আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৪৮২জন।
ইত্তেফাক/আরএ