নিহত হামিদুল শরীফ (৪৫) সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। ইউনিয়নের শরীফপাড়া গ্রামের আব্দুল হক ওরফে কালা শরীফের ছেলে তিনি।
গোপীনাথপুর উচ্চবিদ্যালয়ের সামনে শনিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে হত্যা করা হয় বলে সদর থানার পরিদর্শক হযরত আলী জানিয়েছেন।
তিনি বলেন, হামিদুল তার মুরগির দোকান বন্ধ করে ভ্যানে করে বাড়ি যাচ্ছিলেন। পথে একটি মোটরসাইকেলে করে এসে কয়েকজন গুলি করে পালিয়ে যায়। স্থানীরা তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
তার বুক ও পাজরে চারটি গুলি লেগেছে জানিয়ে তিনি বলেন, পুলিশ খুনি শনাক্ত করতে অভিযান শুরু করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভ্যানচালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়অ হয়েছে বলে জানান তিনি। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা চলছে।