ক্যাটাগরি

‘বেবি বাম্প’ নিয়েও জিমে জান্নাতুল পিয়া

বিশেষ এই দিনগুলোতে
নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে কার্পণ্য করছেন না তিনি।

গত অক্টোবরে ‘বেবি বাম্পের’ ছবি সোশাল
মিডিয়ায় প্রকাশ করে ভক্ত ও শুভাকাক্ষীদের সুখবর জানান পিয়া।

এই সময়টায় কীভাবে নিজের যত্ন নিচ্ছেন, সে কথা জানাতে জিমে গিয়ে শরীরচর্চার একটি
ভিডিও তিনি প্রকাশ করেছেন গত ৭ ডিসেম্বর।

সাবেক এই মিস বাংলাদেশ সেখানে লিখেছেন,
“ব্যায়াম এবং সক্রিয় থাকাটা গর্ভকালে মা ও সন্তানের জন্য খুবই জরুরি।

“৩০ সপ্তাহ পার করেও কীভাবে আমি এত ফিট
ও সুস্থ আছি তা নিয়ে অবাক হবেন না কেউ। এর পেছনে কঠোর পরিশ্রম রয়েছে।”

ভোগ-এর প্রচ্ছদে পিয়া

‘সৌন্দর্য কথা’য় পিয়া

পিয়ার ‘অভিনন্দন’

নিউ ইয়র্ক ফ্যাশন উইকে হাঁটবেন জান্নাতুল ফেরদৌস পিয়া

ভোগ ম্যাগাজিনের ভারতীয় সংস্করণের জন্য ২০১৬ সালের অক্টোবর সংখ্যার ‘কভার গার্ল’ হওয়া জান্নাতুল
একজন আইনজীবীও। ইনস্টাগ্রামে সক্রিয় এই তারকা সেখানেও ছবি ও ভিডিও প্রকাশ করে চলেছেন
নিয়মিত।

এই সময়ের অভিজ্ঞতা নিয়ে সামাজিক মাধ্যমে জান্নাতুল বলেন, “মা হওয়ার এই যাত্রা এক
সাহসী পদক্ষেপ। কারণ এসময় নারীর শরীরে পরিবর্তন ফুটে ওঠে এবং তার অদম্য সত্তা পৃথিবীতে
প্রাণ জন্ম দেওয়ার মত এক আশ্চর্য ঘটনার জন্য প্রস্তুতি নিতে থাকে; তার অবশ্যই উদযাপন
করা উচিৎ।

“তার মাথা উঁচু করে
চলতে হবে এবং শরীরের পরিবর্তনকে গর্বের সঙ্গে প্রকাশ করতে হবে।”

আসছে পিয়ার ‘পরান পাখি’

তাসকিনের সঙ্গে বিজ্ঞাপনে পিয়া

বিপিএল উপস্থাপনায় পিয়া

ইন্ডিয়ান প্রিন্সেস
ইন্টারন্যাশনাল-২০১৩ সৌন্দর্য
প্রতিযোগিতায় মুকুট জয় করা পিয়া
সম্প্রতি একটি শুটিংয়েও অংশ নিয়েছেন। সেই সময়ের
ভিডিও তিনি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কোরিয়ান
ট্যুরিজম বোর্ড ও মডেল অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে দক্ষিণ কোরিয়ায় এক অনুষ্ঠানে
বাংলাদেশের হয়ে রেড কার্পেটে হাঁটা জান্নাতুল ফেরদৌস পিয়া
তার ক্যারিয়ার শুরু করেন র‌্যাম্প মডেলিং দিয়ে।  

বড় পর্দায় তার অভিষেক ঘটে ২০১২ সালে মুক্তি পাওয়া ‘চোরাবালি’ সিনেমায়। পরে ‘স্টোরি অব সামারা’ ও ‘গ্যাংস্টার রির্টানস’ চলচ্চিত্রেও দেখা যায় তাকে।

২০১৪ সালে ফারুক হাসান
সামীরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন পিয়া। আগামী বছর ফেব্রুয়ারিতে তাদের প্রথম সন্তান পৃথিবীতে আসছে বলে সোশাল
মিডিয়ায় জানিয়েছেন তিনি।