ক্যাটাগরি

গাজীপুরে অগ্নিকাণ্ডে ৩ জন দ্বগ্ধ

টঙ্গী ফায়ার সার্ভিসের
জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. ইকবাল হাসান জানান, রোববার ভোরে ইসলামপুর দত্তপাড়া জহির
মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস
স্টেশনের দুটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে জানিয়ে তিনি বলেন,
আগুনে তিনজন দগ্ধ হয়। তাদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।

“ঘরে কোনোভাবে জমে থাকা
গ্যাস থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে থাকতে পারে বলে
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।”