শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, বড়াচালা এলাকায় তাকওয়া ফেব্রিকস নামে একটি কারখানায় রোববার দুপুরে তিনি মারা যান।
নিহত বায়েজিদ মিয়া (২৫) কুড়িগ্রামের নাগেশ্বরী থানা এলাকার জুবায়ের মিয়ার ছেলে। শ্রীপুরে
ভাড়া বাসায়
থেকে
নির্মাণ
শ্রমিকের
কাজ
করতেন তিনি।
ওসি ইমাম বলেন, কারখানার সাততলায় মাচা বেঁধে কাজ করছিলেন বায়েজিদ মিয়া। হঠাৎ মাচার দড়ি ছিঁড়ে নিচে পড়ে আহত হন। এলাকাবাসী
তাকে
শ্রীপুর
উপজেলা
স্বাস্থ্য
কমপ্লেক্সে
নিয়ে
গেলে
চিকিৎসক
মৃত
ঘোষণা
করেন।”