শনিবার ভাইস-চ্যান্সেলর অফিসের ডেপুটি রেজিস্ট্রার মো. জাহাঙ্গীর আলমকে বদলির আদেশ দেওয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “বিজয় দিবসের ব্যানারে ভুল করে শহীদ মিনারের ছবি দেওয়ায় মো জাহাঙ্গীর আলমকে শনিবার ভাইস-চ্যান্সেলর অফিস থেকে একাডেমিক কাউন্সিলে বদলি করা হয়েছে। তিনি আজ (রোববার) একাডেমিক কাউন্সিলে যোগদান করেছেন।”
বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের একটি ব্যানারে শহীদ মিনারের ছবি ব্যবহার করা হয়।
ব্যানারে শহীদ মিনারের ছবি ব্যবহার করে ফটোসেশন করার পর তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে।