ক্যাটাগরি

বোয়ালমারী পৌর নির্বাচনে মেয়র পদে ৪ মনোনয়নপত্র

রোববার ছিল মনোনয়নপত্র
দাখিলের শেষ দিন। আগামী ১৫ জানুয়ারি ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা
হাবিবুর রহমান জানান, রোববার দুপুর পর্যন্ত বোয়ালমারী পৌরসভার এই নির্বাচনে আওয়ামী
লীগ মনোনীত সেলিম রেজা লিপন মিয়া, উপজেলা বিএনপি সদস্য আব্দুস শুকুর শেখ, স্বতন্ত্র
হিসেবে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা লিটন এবং নুর ইসলাম মনোনয়নপত্র
দাখিল করেছেন।

নির্বাচনে সংশ্লিষ্ট রিটার্নিং
কর্মকর্তা জানান, বোয়ালমারী পৌরসভার মোট ভোটার সংখ্যা ২২ হাজার ২৭৯। আগামী ২২ ডিসেম্বর
প্রার্থিতা যাচাই-বাছাই এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।