রোববার
দুপুরে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডি গ্রামের আন্ডারচরে আনুমানিক ১৬ বছর
বয়সী এই মেয়ের লাশ পাওয়া যায়।
ফুলছড়ি থানার
পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম বলেন, সকালে গ্রামের একটি ভূট্টা ক্ষেতে লাশটি দেখতে
পায় এলাকাবাসী। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর জেনারেল হাসপাতাল
মর্গে পাঠানো হয়েছে।
প্রতীকী ছবি
ফুলছড়ি থানার
ওসি কাওছার আলী বলেন, উদ্ধার হওয়া লাশটি আনুমানিক ১৬ বছরের এক তরুণীর। তার পরনে লাল
ও কালো রঙের গ্রামীণ চেকের জামা ও কালো রঙের পায়জামা ছিল। পায়ে ছিল কালো হিল। গলায়
হালকা গোলাপী রঙের ওড়না পেঁচানো ছিল।
“নিহত মেয়েটির
চোখের উপর ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যার পর কেউ তাকে
ভূট্টা ক্ষেতে রেখে যায়। তবে ধর্ষণের কোনো ঘটনা ঘটেছে কিনা ময়নাতদন্তে তা জানা যাবে।”
বিষয়টি
তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।