ব্রিটিশ কাউন্সিলের আবেদনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই অনুমোদন দিয়ে রোববার কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টরকে
চিঠি পাঠিয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্যবিধি এবং বিশ্ব স্বাস্থ্য
সংস্থার গাইডলাইনগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে জানিয়ে চিঠিতে শিক্ষা মন্ত্রণালয় বলেছে,
সারা দেশে ৩৫টি ভেন্যুতে প্রতিদিন সর্বোচ্চ এক হাজার ৬০০ পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া
যাবে এবং প্রত্যেক শিক্ষার্থীকে কমপক্ষে ছয় ফুট দূরত্বে বসাতে হবে।
পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় সরকার ‘জনস্বার্থে’ পরীক্ষা
গ্রহণের অনুমতি বাতিল করতে পারবে বলে জানানো হয়েছে চিঠিতে।
“পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী কোভিড-১৯ এ আক্রান্ত
হলে ব্রিটিশ কাউন্সিলকে এর দায়-দায়িত্ব বহন করতে হবে।”
‘জিসিএসই’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা নিতে গত ৮ ডিসেম্বর
শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছিল ব্রিটিশ কাউন্সিল।