ক্যাটাগরি

জয়পুরহাটে দুর্ঘটনা: রেলওয়ের পুরানাপৈল গেইটম্যান বরখাস্ত

দিনাজপুরের হিলি রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী প্রকৌশলী বজলুর রশিদ জানান, দায়িত্বে অবহেলার জন্য গেইটম্যান নয়ন মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

দুর্ঘটনার পর থেকে নয়ন মিয়া পলাতক রয়েছেন।

শনিবার সকালে সদর উপজেলার পুরানাপৈল রেলগেইটে ট্রেনের সঙ্গে সংঘর্ষে একটি বাসের ১২ যাত্রী নিহত হয়েছেন। হাসপাতালে আছেন আরও চারজন।

এই ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। 

জয়পুরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা হাসান বলেন, এই দুর্ঘটনার কারণ তদন্তে জেলা প্রশাসন ও রেলওয়ে দুটি আলাদা কমিটি গঠন করেছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে দুটি তদন্ত টিমকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

পুরানাপৈল রেলগেট এলাকার সানোয়ার হোসেন, মজিবর রহমান, উজ্জ্বল হোসেনসহ স্থানীয়রা নয়ন মিয়ার বাড়ি শেরপুর জেলায় বলে জানালেও বিস্তারিত ঠিকানা তারা জানাতে পারেননি।

তারা জানান, দীর্ঘদিন ধরেই নয়ন, মঞ্জুরুল ইসলাম ও আব্দুর রহমান নামে তিন জন গেইটম্যান আট ঘণ্টা পরপর দায়িত্ব পালন করতেন। ঘটনার দিন ওই সময়ে রেল দায়িত্ব ছিল নয়ন মিয়ার।