রোববার তেজগাঁওয়ের বিজি প্রেসের সামনে, নাবিস্কো-কোহিনূর কেমিকেল মোড় এবং বনানী চেয়ারম্যান বাড়ি ইউ টার্ন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
উত্তর সিটি করপোরেশনের আওতায় তেজগাঁও সাতরাস্তা থেকে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত ১১টি ইউ টার্ন নির্মাণ প্রকল্পের আওতায় এসব ইউ টার্ন নির্মাণ করা হয়েছে।
১১টি ইউ টার্নের মধ্যে এখন পর্যন্ত ছয়টি চালু করা হয়েছে। এর আগে কাওলা, উত্তরা র্যাব-১ কার্যালয়ের সামনে এবং উত্তরা জসিম উদ্দিন মোড়ের ইউ টার্ন খুলে দেওয়া হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে, মহাখালী ফ্লাইওভারের নিচে, বনানী-কাকলী রেলস্টেশন এবং বনানী ফ্লাইওভারের নিচের ইউ টার্ন নির্মাণের কাজ চলছে।
প্রকল্পের শুরুতে ১১টি ইউ টার্ন নির্মাণের পরিকল্পনা থাকলেও আর্মি গলফ ক্লাবের সামনের ইউ টার্ন বাদ দেওয়া হয়।
শুরুতে প্রকল্পের ব্যয় ছিল ২৪ কোটি ৮৩ লাখ টাকা। পরে সংশোধনে তা বেড়ে ৩১ কোটি ৮০ লাখ ৯৭ হাজার টাকায় দাঁড়িয়েছে।
নতুন তিনটি ইউ টার্ন চালু করায় ঢাকার গুরুত্বপূর্ণ এ সড়কে যানজট কমে যাবে বলে আশা করছেন উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, “আমরা সবাই মিলে এই শহরকে সুন্দর করতেই হবে। ইউ টার্নগুলো চালু হলে নগরীর ভোগান্তি কিছুটা হলেও কমে যাবে।”
রাজধানীর যানজট কমাতে ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হক ইউ টার্ন তৈরির উদ্যোগ নেন। এর অংশ হিসেবে ২০১৭ সালের ২৯ অক্টোবর এসএম কনস্ট্রাকশনস নামের একটি ঠিকাদার কোম্পানিকে কার্যাদেশ দেয় সিটি করপোরেশন। কিন্তু জমি অধিগ্রহণসহ কয়েকটি জটিলতায় নির্মাণ কাজ বিলম্বিত হয়।