রোববার সকাল ১২টার দিকে অভিযান চালিয়ে কেরানীগঞ্জের ঝাউচরে নদীর তীরে অবৈধভাবে গড়ে তোলা সিমেন্টের ব্লক তৈরির কারখানা, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া
হয়।
বিআইডব্লিটিএর যুগ্ম-পরিচালক গুলজার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা
অভিযানে
৩৬ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এর মধ্যে রয়েছে এক তলা পাকা মার্কেটের আটটি কক্ষ, চারটি একতলা ভবন।
বাকিগুলো আধা পাকা ভবন ও টং ঘর।
অভিযানে এক একর জমি দখলমুক্ত
করা হয়েছে বলে জানান
গুলজার।
উচ্ছেদের তালিকায় সংসদ সদস্য হাজী মেহাম্মদ
সেলিমের ছেলে সোলাইমান সেলিমের
প্রতিষ্ঠান মদিনা মেরিটাইম লিমিটেডের নামে দখল করে কিছু স্থাপনা রয়েছে বলে বিআইডব্লিউটিএর
এক কর্মকর্তা জানান।
তিনি নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় দেড় বছর আগেও এই অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছিল।
কিন্তু
আবারও দখল করে স্থাপনা গড়ে তোলা হয়।”
তবে হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল বলেন, নদীর তীর দখল করে তাদের কোনো স্থাপনা নেই।
উচ্ছেদ অভিযান সোমবারও চলবে জানিয়ে গুলজার আলী বলেন, নদীর সীমানায় যা কিছু পাওয়া যাবে, তা উচ্ছেদ করা হবে।