ক্যাটাগরি

নাটোরে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

নলডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী জানান, রোববার
বেলা ১২টার দিকে উপজেলার বাঙ্গালখলসি সুতিয়াপাড়ার পুকুর থেকে আনছার আলী (৫৫) নামে এই
ব্যক্তির মরদেহ উদ্ধার করেন তারা।

আনছার রাজশাহী দুর্গাপার উপজেলার আলীপুর নান্দিগ্রামের
মুজিবুর রহমানের ছেলে।

নিহত আনছারের বাবা মজিবুর রহমান বলেন, গত ১৫ ডিসেম্বর
সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি আনছার। পরে তারা দুর্গাপুর থানায়
সাধারণ ডায়েরি করেন।

পরিদর্শক আকবর বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে তারা গিয়ে
মরদেহটি উদ্ধার করেন।

“পুলিশের ধারণা ভ্যান ছিনতাই করে তাকে শ্বাসরোধ করে হত্যা
করা হয়েছে।”

শিগগিরই খুনি গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন নাটোরের
পুলিশ সুপার লিটন কুমার সাহা।