ক্যাটাগরি

ফের বিরাটের হারে আনুশকাকে দোষারোপ

ভারতের জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির দল অস্ট্রেলিয়ার দলের সঙ্গে টেস্ট খেলায় মাত্র ৩৬ রানে অল আউট হয়ে যাওয়াতে সমালোচনার মুখে পড়েছে গোটা দল।

কিন্তু আবারো কোনও উপসর্গ ছাড়াই তোপের মুখে পড়েছেন অধিনায়ক-পত্নী আনুশকা শর্মা। বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা বিয়ের পর থেকে বিরাটের যে কোনও মন্দ পারফরমেন্সের কারণে কথা শুনে আসছেন।

এমন কী তার মাঠে যাওয়া নিয়েও অনেকে অনেক মন্তব্য করেছেন। সকল বিরূপ মন্তব্য সামাল দিয়েছেন এই দম্পতি মিলে।

এবারও তাকে শুনতে হলো স্বামীর পারফরমেন্সের জন্য কটূ কথা।

তবে এবারও বরাবরের মতই আনুশকার পাশে আছেন ক্রিকেটার – বলিউডবাসী এবং শুভাকাঙ্খী।

জেনেলিয়া ডিসুজা বলেন, ”মাঠে একই খেলতে নামেন কোহলি। এখানে পরিবারকে টানার কোনও মানে দেখিনা..”

ওদিকে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ব্রেট লি এই দম্পতিকে অস্ট্রেলিয়াতে আমন্ত্রণ জানিয়েছেন সন্তান ভুমিষ্ট করার জন্য।

উল্লেখ্য, আনুশকা এবং বিরাট ২০২১ সালে বাবা-মা হচ্ছেন অচিরেই। এসময়ে আনুশকাকে মানসিক কষ্ট না দিতে অনুরোধ করছেন তার বন্ধুরা।

এর আগে ‍সুনিল গাভাস্কার ও আনুশকা শর্মা নেট যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন বিরাটের খেলা নিয়ে মন্তব্য করায়। তখন তিনি মন্তব্য করেছিলেন, ‘বিরাট লকডাউনে শুধু আনুশকার বলে অনুশীলন করেছে।’