ক্যাটাগরি

ভারতে পাচার হওয়া ১৭ নারী ফিরলেন দুই বছর পর

ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ রোববার সন্ধ্যায় তাদের
হস্তান্তর করে বলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান হাবিব জানিয়েছেন।

তাদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে। বাড়ি বাগেরহাট, যশোর,
নড়াইল, চাঁদপুর, চুয়াডাঙ্গা, পটুয়াখালী, সুনামগঞ্জ ও খুলনায়।

ওসি আহসান বলেন, দালালরা ভাল কাজের প্রলোভন দিয়ে বিভিন্ন
সময় তাদের অবৈধ পথে ভারতে পাচার করে। ভারতের পুনে শহরে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময়
পুলিশ তাদের আটক করে। পরে অবৈধ প্রবেশের অভিযোগে তাদের আদালতে তোলা হলে সেখান থেকে
‘রেসকিউ ফাউন্ডেশন’ নামের একটি মানবাধিকার সংস্থা তাদের হেফাজতে নিয়ে শেল্টার হোমে
রাখে। দুই বছর তারা সেখানে ছিলেন। পরে স্বদেশ প্রত্যাবর্তন আইনে ‘ট্রাভেল পারমিটের’
মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

পুলিশের আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে পৌঁছে
দেওয়ার জন্য ‘জাস্টিস কেয়ার’ ও ‘রাইটস’ নামে দুটি মানবাধিকার সংগঠনের হাতে তুলে দেওয়া
হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল বন্দর থানার এসআই মোস্তাফিজুর রহমান।

রাইটসের এরিয়া কো-অর্ডিনেটর আব্দুল মুহিত বলেন, তাদের
পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তারা যদি পাচারকারীদের বিরুদ্ধে মামলা করতে চান তাহলে
আইনগত সহযোগিতা দেওয়া হবে।