ইতালির পররাষ্ট্রমন্ত্রী তার ফেইসবুক পেজে জানিয়েছেন, ইতালি সরকার যুক্তরাজ্য থেকে ফ্লাইট বন্ধ রাখার একটি পদক্ষেপে সই করতে চলেছে।
ইউরোপের আরও অনেক দেশই সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যের ফ্লাইট নিষিদ্ধ করার কথা ভাবছে।
বেলজিয়ামে কেবল যুক্তরাজ্যের ফ্লাইটই নয় ট্রেন চলাচলও নিষিদ্ধ হয়েছে। জার্মানি এবং ফ্রান্সও একইরকম পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।
আয়ারল্যান্ড রোববার মধ্যরাত থেকেই যুক্তরাজ্যের ফ্লাইট এবং ফেরি চলাচলে বিধিনিষেধ আরোপ করতে চলেছে। প্রাথমিকভাবে ৪৮ ঘন্টা এই বিধিনিষেধ জারি রাখা হবে বলে জানিয়েছে বিবিসি।
নেদারল্যান্ডস সরকার রোববার এক বিবৃতিতে জানায়, এদিন থেকেই যুক্তরাজ্যের সব যাত্রীবাহী ফ্লাইটের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে এবং চলবে ১ জানুয়ারি পর্যন্ত।
ওদিকে, বেলজিয়াম জানিয়েছে, তারা রোববার স্থানীয় সময় রোববার মধ্যরাত থেকেই যুক্তরাজ্য থেকে আসা ফ্লাইট এবং ট্রেন বন্ধ করে দিচ্ছে।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী টিভি চ্যানেল ভিআরটি তে বলেছেন, পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই নিষেধাজ্ঞা অন্তত ২৪ ঘন্টা পর্যন্ত বলবৎ থাকবে। “আরও কোনও পদক্ষেপ নেওয়া প্রয়োজন কিনা সেটি আমরা পরে দেখব,” বলেন তিনি।
অস্ট্রিয়া সরকারও যুক্তরাজ্য থেকে ফ্লাইট নিষিদ্ধ করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। অন্যদিকে, স্পেনও ইইউ দেশগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে যুক্তরাজ্যের ফ্লাইট বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায়, বলেছেন স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী।
জার্মানিতে স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সরকার যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকা থেকেও ফ্লাইট নিষিদ্ধ করার কথা ভাবছে। জার্মান সরকার যুক্তরাজ্যের পরিস্থিতি নজরে রেখেছে এবং খুবই চাপের মধ্যে থেকে সেখানকার নতুন ধরনের করোনাভাইরাস সম্পর্কিত তথ্য মূল্যায়ন করে দেখছে।
ফ্রান্সের নিউজ চ্যানেল বিএফএমটিভিও জানিয়েছে, ফরাসি সরকার খুবই গুরুত্বের সঙ্গে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট এবং ট্রেন চলাচল নিষিদ্ধ করার কথা ভাবছে। এ ব্যাপারে শিগগিরই ঘোষণা দেওয়া হবে।
নেদারল্যান্ডসও পরিস্থিতির ওপর নজর রাখছে ও অন্যান্য পরিবহনের ক্ষেত্রেও বিধিনিষেধ জারির বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে।
নেদারল্যান্ডস জানায়, ডিসেম্বরের প্রথমদিকে দেশটিতে একজন কোভিড-১৯ রোগীর নমুনা পরীক্ষায় যুক্তরাজ্যে পাওয়া করোনাভাইরাসের রূপটিই শনাক্ত হয়েছিল।
এ ভাইরাসটির বিস্তার নিয়ন্ত্রণে অতি জরুরি না হলে ‘ভ্রমণ না করার’ পরামর্শ দিয়েছে নেদারল্যান্ডস সরকার।
শনিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও বিজ্ঞানীরা দেশটিতে করোনাভাইরাসের একটি নতুন রূপ শনাক্তের কথা ঘোষণা করে এ ধরনটি ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে জানিয়েছেন।
এদিন এক বিবৃতিতে দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক ক্রিস উয়িটি বলেছেন, “যুক্তরাজ্য পাবলিক হেলথ ইংল্যান্ডের জেনোমিক নজরদারির মাধ্যমে কোভিড-১৯ এর একটি নতুন ধরন শনাক্ত করেছে।
গবেষণায় প্রাপ্ত প্রাথমিক তথ্য ও সাউথ ইস্টে দ্রুত বাড়তে থাকা ঘটনার হারের কারণে ইমার্জিং রেসপিরেটোরি ভাইরাস থেটস অ্যাডভাইজরি গ্রুপ (এনইআরভিটিএজি) এখন বিবেচনা করছে যে নতুন ধরনটি আরও দ্রুত ছড়াতে পারে।”
করোনাভাইরাসের নতুন এই রূপটি আরও দ্রুত ছড়াতে পারে, এ বিষয়টি যুক্তরাজ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও (ডব্লিউএইচও) অবহিত করেছে বলে উয়িটি জানিয়েছেন।