রোববার দুপুরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে শার্শা উপজেলার উলশী পাকা রাস্তায় ঢাকাগামী একটি টয়োটা প্রাইভেটকারসহ দুই যুবককে আটক করা হয়।
এরা হলেন চাঁদপুরের খাগুড়ীয়া গ্রামের রশিদ বেপারীর ছেলে হৃদয় মিয়া (২০) ও কুমিল্লার তুলাতুলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৮)।
বিজিবির এই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বলেন, হুন্ডি পাচারের গোপন সংবাদে বিজিবির টহলদল ঢাকাগামী একটি প্রাইভেটকার তল্লাশি করে সন্ধেহভাজন হিসেবে তাদের আটক করা হয়।
“পরে প্রাইভেটকারের দরজা ও গিয়ার বক্সে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০ বান্ডিলে [প্রতিটিতে ১০ হাজার] মোট পাঁচ লাখ মার্কিন ডলার পাওয়া যায়।”
আটক দুই যুবককে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধার ডলার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।