ক্যাটাগরি

সোমবার ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লেনদেন শুরু

রোববার
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

ক্রিস্টাল
ইন্সুরেন্সের লেনদেনের কোড হবে ‘CRYSTALINS’ আর কোম্পানি কোড ২৫৭৪৯। ‘এন’
ক্যাটাগরিতে লেনদেন হবে এই শেয়ার।

গত
২৪ সেপ্টেম্বর ক্রিস্টাল ইন্সুরেন্সকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার
থেকে ১৬ কোটি টাকা তোলার অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ
কমিশনের (বিএসইসি)।

এরপর
৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর বিনিয়োগকারীরা ক্রিস্টাল ইন্সুরেন্সের আইপিওর জন্য
আবেদন করেন আর গত ৩ ডিসেম্বর লটারি হয়। ১৫ ডিসেম্বর বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে
শেয়ার যোগ হয়।

ক্রিস্টাল
ইন্স্যুরেন্স বিএসইসিকে জানিয়েছে, এই ১৬ কোটি টাকা তারা পুঁজিবাজারে এবং এফডিআরে
বিনিয়োগ করবে।

ক্রিস্টাল
ইন্স্যুরেন্স ১৯৯৯ সালের ১১ নভেম্বর ব্যবসায়িক নিবন্ধন পেয়ে ২০০০ সালের ১২ জুন
কার্যক্রম শুরু করে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইমাম হোসেন, চেয়ারম্যান
আব্দুল্লাহ আল-মাহমুদ।

আর্থিক
প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে ২৪ কোটি টাকা।

কোম্পানিটি
২০১৭ সাল মুনাফা করেছে ৬২ কোটি ২৮ লাখ। ২০১৮ সাল মুনাফা করেছে ৬২ কোটি ৩৪ লাখ।
২০১৯ সাল মুনাফা করেছে ৭০ কোটি ১৬ লাখ।

ক্রিস্টাল
ইন্স্যুরেন্স লিমিটেডের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে সোনার বাংলা ক্যাপিটাল
ম্যানেজমেন্ট লিমিটেড।