ক্যাটাগরি

৬ সেকেন্ডেই গোল!

প্রতিপক্ষের মাঠে রোববার এই কীর্তি গড়েন লেয়াও। কিক অফের পর হাকান চালহানোগলু বল নিয়ে কিছুটা এগিয়ে বাঁ দিকে বাড়ান লেয়াওকে। বিনা বাধায় ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ২১ বছর বয়সী এই ফুটবলার।

ইতালির শীর্ষ লিগে দ্রুততম গোলের আগের রেকর্ড ছিল পাওলো পজ্জির। ২০০১ সালে পিয়াসেনজার হয়ে ফিওরেন্তিনার বিপক্ষে আট সেকেন্ডে গোল করেছিলেন এই ইতালিয়ান স্ট্রাইকার।