গত মৌসুম শেষে ফুটবল
বিশ্বকে চমকে দিয়ে বার্সেলোনার সঙ্গে দুই দশকের সম্পর্কের ইতি টানার ইচ্ছার কথা জানিয়েছিলেন
মেসি। তবে ক্লাব তাকে ছাড়তে রাজি না থাকায় অনিচ্ছা সত্ত্বেও কাতালান দলটিতে থেকে যান
রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।
আসছে বড়দিন উপলক্ষে
স্প্যানিশ টেলিভিশন লাসেক্সতাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ৩৩ বছর বয়সী
মেসি। আগামী ২৭ ডিসেম্বর সেটি সম্প্রচারিত হবে। তবে, তার ছোট্ট একটি অংশ প্রকাশ করেছে
আরএসি ১ রেডিও।
“এখন আমি সত্যিই ভালো আছি। হ্যাঁ, এটা সত্যি যে গত গ্রীষ্মে
আমার খুব খারাপ সময় কেটেছে।”
“এটা আগের ঘটনার ফল। গ্রীষ্মের আগে যা ঘটেছিল, যেভাবে
মৌসুম শেষ হয়েছিল, ফ্যাক্স বার্তা এবং সবকিছু মিলে… এরপর মৌসুমের শুরুর দিকে এর প্রভাব কিছুটা আমার ওপর
ছিল।”
ফুটবলপ্রেমীদের
সবচেয়ে বড় প্রশ্ন, মৌসুম শেষে মেসি বার্সেলোনা ছাড়বেন কি-না। এ বিষয়ে তার পরিষ্কার
জবাব মেলেনি। আপাতত বার্সেলোনার হয়ে আরও শিরোপা জয়ের ওপর জোর দিচ্ছেন তিনি।
“এখন আমি ভালো আছি। আর সত্যিই সম্ভব সবকিছু জেতার জন্য
লড়াইয়ের সেই শক্তিটা অনুভব করছি।”
“আমি উচ্ছ্বসিত। আমি জানি, ক্লাবটি কঠিন সময় পার করছে… বার্সেলোনার চারপাশের
সবকিছুই জটিল, তবে আমি ভালো কিছুর আশা করছি।”