ক্যাটাগরি

ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শক ক্যালিস

এক বিবৃতি দিয়ে সোমবার ক্যালিসকে কোচিং স্টাফে যুক্ত করার কথা নিশ্চিত করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

গত বছর দক্ষিণ আফ্রিকা জাতীয় দলেও একই ভূমিকায় কাজ করেছেন ক্যালিস, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। পরে নিল ম্যাকেঞ্জিকে নিয়োগ দেয় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

সব সময়ের সেরা অলরাউন্ডারদের একজন ক্যালিস টেস্টে ৫৫.৩৭ গড়ে রান করেছেন ১৩ হাজার ২৮৯, সেঞ্চুরি ৪৫টি। এশিয়ায় তার পারফরম্যান্স ছিল বরাবরই ভালো। এই কন্ডিশনে ২৫ টেস্ট খেলে ৮ সেঞ্চুরি করেছেন তিনি, ব্যাটিং গড় ৫৫.৬২।

শ্রীলঙ্কা সফরে ক্যালিসের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইংল্যান্ড। আগামী ২ জানুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে জো রুটের দল। গলে দর্শকশূন্য মাঠে হবে দুই টেস্টের সিরিজটি। কোভিড-১৯ এর ছোবলে গত মার্চে দেশটি থেকে ফিরে এসেছিল ইংলিশরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই দুই টেস্টের প্রথমটি শুরু হবে ১৪ জানুয়ারি, দ্বিতীয়টি ২২ জানুয়ারি।