ক্যাটাগরি

করোনাভাইরাস: ব্রিটেনের জন্য দরজা বন্ধ করছে প্রতিবেশীরা

শনিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও বিজ্ঞানীরা দেশটিতে করোনাভাইরাসের একটি নতুন রূপ শনাক্তের কথা ঘোষণা করে এ ধরনটি ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে জানিয়েছেন।

এরপর রোববার যুক্তরাজ্য থেকে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি ও ইতালি, জানিয়েছে বার্তা সংস্থার রয়টার্স।

রোববার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য যুক্তরাজ্য থেকে আসা সবার প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। সড়ক, সমুদ্র, রেল ও আকাশপথে মালামাল বহন করে নিয়ে আসা লোকজনও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে বলে দেশটি জানিয়েছে।

জার্মানি, ইতালি ও নেদারল্যান্ডস যুক্তরাজ্যের ফ্লাইটে নিষেধাজ্ঞা দিয়েছে।

আয়ারল্যান্ড জানিয়েছে, রোববার মধ্যরাত থেকেই তারা প্রতিবেশী দেশটির ফ্লাইট এবং ফেরি চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। প্রাথমিকভাবে ৪৮ ঘন্টা এই বিধিনিষেধ জারি রাখা হবে বলে জানিয়েছে তারা।

বেলজিয়াম জানিয়েছে, তারা রোববার মধ্যরাত থেকে যুক্তরাজ্য থেকে আসা জনপ্রিয় ইউরোস্টার সার্ভিসসহ ট্রেন, ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী আলেকজান্দ্রার দো কো টিভি চ্যানেল ভিআরটিতে বলেছেন, “পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই নিষেধাজ্ঞা অন্তত ২৪ ঘন্টা পর্যন্ত বলবৎ থাকবে। আরও কোনও পদক্ষেপ নেওয়া প্রয়োজন কিনা সেটি আমরা পরে দেখবো।”

ইতালির স্বাস্থ্যমন্ত্রী রোবের্তো স্পেরানজা বলেছেন, “সম্প্রতি লন্ডনে আবিষ্কৃত কোভিডের ধরনটি উদ্বিগ্ন হওয়ার মতো। আমাদের বিজ্ঞানীদেরও এটি পরীক্ষা করে দেখা দরকার। এর মধ্যে আমরা সবচেয়ে বিচক্ষণ পথটি বেছে নিয়েছি।”

ইতালি, যুক্তরাজ্য থেকে ছেড়ে আসা সব ধরনের ফ্লাইটে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর পাশাপাশি গত ১৪ দিনের মধ্যে ব্রিটেন ঘুরে আসা সবার ইতালি প্রবেশেও নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

রোববার মধ্যরাত থেকে যুক্তরাজ্যের সব ফ্লাইটে নিষেধাজ্ঞা আরোপ করেছে জার্মানির সরকার।

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েনস্ ইসপান সরকারি গণমাধ্যম এআরডিকে বলেছেন, “এটি (ভাইরাসের এই মিউটেশনটি) এখনও জার্মানিতে পাওয়া যায়নি, কিন্তু অবশ্যই ব্রিটেন থেকে আসা প্রতিবেদনগুলোকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি।”

নেদারল্যান্ডস রোববার থেকে যুক্তরাজ্যের সব যাত্রীবাহী ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা দিয়ে ১ জানুয়ারি পর্যন্ত এটি বজায় থাকবে বলে জানিয়েছে।

অস্ট্রিয়া সরকারও যুক্তরাজ্য থেকে ফ্লাইট নিষিদ্ধ করার পরিকল্পনা করছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে দেশটির গণমাধ্যম। অন্যদিকে, স্পেনও ইইউ দেশগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে যুক্তরাজ্যের ফ্লাইট বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

সুইডেন জানিয়েছে, যুক্তরাজ্য থেকে তাদের দেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা।

রোমানিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, বুলগেরিয়া ও চেক রিপাবলিকও যুক্তরাজ্যের ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা ঘোষণা করেছে।

 

আরও পড়ুন:

করোনাভাইরাসের নতুন ধরন ‘নিয়ন্ত্রণের বাইরে’, সতর্ক করলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী
 

কোভিডের প্রাদুর্ভাব আর লকডাউনের স্মৃতি এখনও তাড়া করে উহানবাসীকে
 

কোভিড-১৯: অস্ট্রেলিয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়ল সিডনি