ক্যাটাগরি

বঙ্গবন্ধুর খুনিদের নজরে রাখুন: প্রবাসীদের প্রতি পররাষ্ট্রমন্ত্রী

রোববার প্রবাসীদের ‍উপস্থিতিতে এক ভার্চুয়াল
আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।

মোমেন আরও বলেন, “বিভিন্ন দেশে বঙ্গবন্ধুর
কয়েকজন পলাতক খুনি রয়েছে। এ বিষয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইতোমধ্যে আমেরিকা ও কানাডায়
গণস্বাক্ষর অভিযান শুরু করেছে। তারা স্বাক্ষর সংগ্রহ করে ওই সমস্ত সরকারের কাছে পৌঁছে
দিচ্ছে।”

বঙ্গবন্ধু হত্যামামলায় ফাঁসির দণ্ড নিয়ে
পলাতক আছেন পাঁচজন। তারা হলেন- আব্দুর রশীদ, শরীফুল হক ডালিম, মোসলেম উদ্দিন,
রাশেদ চৌধুরী ও এবিএমএইচ নূর চৌধুরী।

এর মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এবং
নূর চৌধুরীর কানাডায় অবস্থানের খবর সবার জানা। মোসলেম উদ্দিন সম্প্রতি ভারতে ধরা
পড়েছেন বলে সেদেশের গণমাধ্যমে খবর বের হলেও তার সত্যতা নিশ্চিত হতে পারেনি
বাংলাদেশ সরকার। রশীদ ও ডালিম যে কোথায় আছেন, তার তালাশ এখনও পায়নি দেশের
গোয়েন্দারা।

বঙ্গবন্ধুর ৫ খুনি এখনও অধরা
 

বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত ‘বিজয় দিবসের
চেতনা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন,
“বাংলাদেশকে আমরা সারা বিশ্বের মধ্যে ’শান্তির জনপদ’ হিসেবে গড়ে তুলতে চাই। বঙ্গবন্ধু
সবসময় শান্তির ওপর গুরুত্বারোপ করেছেন এবং বাংলাদেশের জনগণও সবসময় শান্তিপ্রিয়।
বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন এই বিষয়টি আমরা সারা বিশ্বে তুলে ধরতে চাই।”

তিনি বলেন, অনেকে বাংলাদেশকে দারিদ্র্যক্লিষ্ট,
সাইক্লোনক্লিষ্ট, দুর্নীতিপরায়ন দেশ হিসেবে ব্র্যান্ডিং করেন। কিন্তু বাংলাদেশ এখন
অপার সম্ভাবনার দেশ, অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিতে প্রথম,
নারীর ক্ষমতায়নে নক্ষত্র।

”আমাদের দেশে বিনিয়োগে রিটার্ন অব ইনভেস্টমেন্ট
প্রতিবেশী রাষ্ট্রের তুলনায় অনেক বেশি। সুতরাং বিদেশিরা এখানে বিনিয়োগ করলে উভয় পক্ষ
লাভবান হবে।”

দেশের ‍উন্নয়নচিত্র তুলে ধরে মোমেন বলেন, “পদ্মা
সেতু আমাদের জন্য আরেকটি বড় বিজয়। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর দৃঢ়তার
কারণে নিজেদের অর্থে পদ্মাসেতু তৈরি করতে সক্ষম হয়েছি।

“বর্তমানে বাংলাদেশে শেখ হাসিনার কোন
বিকল্প নাই। প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে চলতে পারলে অবশ্যই আমরা আমাদের স্বপ্ন সোনার
বাংলা গড়ে তুলতে পারব।”