ক্যাটাগরি

শান্তিনগরে ভুয়া চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড

তার নাম নুরুস সাফা।

র‌্যাব-৩ এর নির্বাহী
ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকালে
শান্তিনগরের ‘ওরাল ভিউ ডেন্টাল ক্লিনিকে’ অভিযান চালানো হয়। অভিযানে স্বাস্থ্য অধিদপ্তর,
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র‌্যাব সদস্যরা ছিলেন।

অভিযানে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

অভিযানে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

“সাফা দীর্ঘ ১২ বছর
নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিল। অথচ তার সবই জাল সার্টিফিকেট।
এইচএসসি পাশ করে দীর্ঘ দিন বিশেষজ্ঞ ডেন্টাল চিকিৎসক হিসাবে রোগী দেখে রোগীদের সঙ্গে
প্রতারণা আসছিল। ক্লিনিকটিরও কোনো অনুমোদন ছিল না।”

বিভিন্ন রোগীর অভিযোগ
এবং এনএসআইয়ের দেওয়া তথ্য বিশ্লেষণ করে সেখানে অভিযান চালানো হয় বলে জানান পলাশ কুমার
বসু।

রোগীদের সঙ্গে প্রতারণা
এবং স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন না থাকায় নুরুস সাফাকে দুই বছরের কারাদণ্ড এবং প্রতিষ্ঠানটি
সিলগালা করা হয়েছে বলে জানান তিনি।