ক্যাটাগরি

কবি মনজুরে মওলার মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি ও প্রাবন্ধিক মনজুরে মওলার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মনজুরে মওলা তাঁর সাহিত্য কর্ম ও সৃষ্টিশীলতার জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

এ সময় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ইত্তেফাক/জেডএইচডি