ক্যাটাগরি

করোনাভাইরাসে চমেক চিকিৎসকের মৃত্যু

এই চিকিৎসকের নাম হাসান মুরাদ (৪৭)। তিনি
চট্টগ্রাম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক ছিলেন।

সোমবার ভোরে নগরীর একটি বেসরকারি
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত
অধ্যক্ষ ডা. নাসির উদ্দিন মাহমুদ।

ডা. হাসান মুরাদ চট্টগ্রাম মেডিকেল কলেজের
আরটিপিসিআর ল্যাবে কাজ করতেন।

তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তিনি
চমেকের ৩৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ
সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী জানান, এ পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে
আক্রান্ত হয়ে ১৩ জন চিকিৎসক মারা গেছেন। এদের মধ্যে তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ
হাসপাতালে কর্মরত ছিলেন।