ক্যাটাগরি

কোভিড-১৯: আন্তর্জাতিক ফ্লাইটে এক সপ্তাহের নিষেধাজ্ঞা সৌদি আরবের

এই পরিপ্রেক্ষিতে জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট এক সপ্তাহের জন্য বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “ফ্লাইট পুনরায় চালুর পর বাতিল ফ্লাইটের যাত্রীদের আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হবে।”

এক সপ্তাহে
জেদ্দায় চারটি, রিয়াদে চারটি এবং দাম্মামে তিনটি ফ্লাইটে যাত্রী পরিবহন করার কথা ছিল
বিমানের।

সৌদি আরবের এয়ারলাইন্স সাউদিয়ার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ ডিসেম্বর প্রথম প্রহর থেকে এক সপ্তাহের এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এ নিষেধাজ্ঞা আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে।

আকাশ পথের মত স্থল ও সমুদ্রবন্দরের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের বার্তা সংস্থা এসপিএ।