শহরের যোগীতলা এলাকা থেকে সোমবার সকাল ৭টার দিকে রানা মিয়া নামের ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।
রানা (১৭) বগুড়ার সাড়িয়াকান্দি থানার রামচন্দ্রপুর এলাকার আবুল কাশেম প্রামাণিকের ছেলে।
বাসন থানার ওসি মো. কামরুল ফারুক বলেন, এলাকাবাসীর খবর পেয়ে যোগীতলার একটি পতিত জমি থেকে ওই কিশোরের লাশ তারা উদ্ধার করেন।পরে তা ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, “নিহতের গলায় নাইলনের রশি বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, দূর্বত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর সেখানে লাশ ফেলে গেছে।”
প্রথমে অজ্ঞাত হিসেবে তার লাশ উদ্ধার করা হলেও পরে মৃতদেহের পকেটে পাওয়া একটি মোবাইল নম্বরে যোগোযোগ করে পুলিশ তার পরিচয় নিশ্চিত হয় বলে জানান বাসন থানার পরিদর্শক মো. মিজানুর রহমান।
তিনি বলেন, মৃত কিশোরের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রানা ১০দিন আগে বগুড়া থেকে গাজীপুরের যোগীতলা (বটতলা) এলাকায় তার ভগ্নিপতির বাসায় বেড়াতে এসেছিল। এটি হত্যা্ আত্মহত্যা তা তদন্তের পর বলা যাবে।