সোমবার
সকালে গোমস্তাপুর উপজেলার বেগম নগর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে
পুলিশ।
নিহত মেহেরুল
ইসলাম (৩৩) ওই উপজেলার রাজারামপুর বালুগ্রামের কবিরুল ইসলামের ছেলে। স্থানীয় এক
পেয়ারা বাগানে শ্রমিকের কাজ করতেন তিনি।
গোমস্তাপুর
থানার ওসি দিলীপ কুমার দাস জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ
ঘটনাস্থলে গিয়ে মেহেরুলের মরদেহ উদ্ধার করে।
“তার
শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন ছিল।”
প্রাথমিকভাবে
এটাকে হত্যাকাণ্ড মনে করলেও কারা তাকে কেন হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি
পুলিশ।
ওসি আরও
জানান, গত রোববার রাতে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি মেহেরুল।
ঘটনাস্থল
থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন দল। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।