ক্যাটাগরি

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

সোমবার সকাল ১১টার দিকে দামুড়হুদা
উপজেলার বড় দুধপাতিলা গ্রামের ওই রেলক্রসিংয়ের কাছ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার
করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

তবে আনুমানিক ২৫ বছর বয়সী
নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে
পুলিশের ইনচার্জ এসআই জিয়াউর রহমান জানান, দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের
কাছের রেলক্রসিংএর অদূরে এ দুর্ঘটনা ঘটে।

“নিহতের শরীর থেকে তার বাম
পা বিচ্ছিন্ন হয়ে গেছে। লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।
তখনো তিনি জীবিত ছিলেন।”

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্ষক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলেন তিনি।

নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর
হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তবে কোন ট্রেনে তিনি কাটা
পড়েন তা জানতে পারেনি রেলওয়ে পুলিশ।