সোমবার দুলাল হোসেন (৪০) নামের ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, শনিবার উপজেলার চকিলাম গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়। রোববার মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
মামলার বরাতে ওসি জানান, শনিবার রাত ১০টার দিকে ওই প্রতিবন্ধী গৃহবধূ শৌচাগারে যাওয়ার জন্য বাড়ির বাইরে গেলে একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে দুলাল হোসেন তাকে ধর্ষণ করেন।
“দীর্ঘ সময় স্ত্রীকে ঘরে না পেয়ে ঘরের বাইরে এসে তার স্বামী ধর্ষণরত অবস্থায় দেখতে পান। তখন তিনি চিৎকার করলে গ্রামবাসী এসে দুলাল হোসেনকে ধরে পিটুনি দিয়ে গ্রাম পুলিশের মাধ্যমে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
ওসি জানান, রোববার রাতে মেয়েটির স্বামী বাদী হয়ে ধামইরহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ তাকে ধামইরহাট হাসপাতাল থেকে গ্রেপ্তার করে; সোমবার দুপুরে নওগাঁ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
“একইসঙ্গে গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য তাকে বিচারকের কাছে পাঠানো হয়েছে।”
প্রায় ১০ বছর আগে বাক প্রতিবন্ধী এই নারীর বিয়ে হয় বলে পরিবারের সদস্যরা জানান।