দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য সোমবার ১৩ সদস্যের দল ঘোষণা করে নিউ জিল্যান্ড ক্রিকেট। চোট থেকে সেরে উঠলেও প্যাটেলকে দলে রাখেনি তারা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের পর সন্তান-সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন উইলিয়ামসন। খেলেননি পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে।
টিকে গেছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার। আরেক অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমের অনুপস্থিতিতে জায়গা ধরে রেখেছেন ড্যারিল মিচেল। তবে চোট কাটিয়ে ফেরা পেসার ম্যাট হেনরির জায়গা হয়নি দলে।
আগামী শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট ৩ জানুয়ারি, ক্রাইস্টচার্চে।
নিউ জিল্যান্ড টেস্ট দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম, টম ব্লান্ডেল, রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়্যাগনার, ট্রেন্ট বোল্ট, উইল ইয়াং।