সোমবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আগের
রাতে তাকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দরবেশের হাট বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল আজিজ ইমন (২৫) সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে।
দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, ওই মাদ্রাসা ছাত্রীকে নিয়ে তার বাবা গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়। নামাজের সময় হয়ে যাওয়ায় মেয়েকে স্থানীয় কৌশল্যা দক্ষিণপাড়া জলাকান্দা এলাকার এক দোকানে বসিয়ে তিনি নামাজ পড়তে মসজিদে যান।
এ সময় অটোরিকশা চালক ইমন শিশুটিকে ফুসলিয়ে দোকানের পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান।
শিশুটি চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। এ সময় অটোরিকশা চালক আব্দুল আজিজ ইমন পালিয়ে যান।
এ ঘটনার দু’দিন পর রোববার দুপুরে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে শিশুটির মা বাদী হয়ে দাগনভূঞা থানায় মামলা করেন।
ওসি আরও জানান, পুলিশ অভিযান চালিয়ে রোববার রাতেই আসামিকে গ্রেপ্তার করে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।