প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, মনজুরে মওলা তার সাহিত্য কর্ম ও সৃষ্টিশীলতার জন্য স্মরণীয় হয়ে থাকবেন।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান সাবেক সচিব মনজুরে মওলা। তার বয়স হয়েছিল ৮০ বছর।
বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে মনজুরে মওলার তিন বছরের কার্যকালেই ‘একুশ আমাদের পরিচয়’ প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় অমর একুশে
গ্রন্থমেলা, যা আজ বিশ্বের
দীর্ঘ সময়ব্যাপী চলা বই উৎসব।