ক্যাটাগরি

যশোরে ‘বালু তোলার দ্বন্দ্বে’ কুপিয়ে হত্যা

সোমবার বিকালে আরবপুর এলাকায় এই হামলা হয় বলে যশোরের
অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানিয়েছেন। 

নিহত আমিনুর রহমান বিষে (৪৫) আরবপুরের প্রয়াত আব্দুল
মালেক হাওলাদারের ছেলে।

তৌহিদুল ইসলাম জানান, বিকাল ৩টার দিকে আরবপুর মোড়ের
একটি হোটেলে ভাত খাওয়ার সময় বিষেকে তার প্রতিপক্ষের কয়েকজন লোক ডেকে নিয়ে কুপিয়ে
জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন
অবস্থায় বিকাল ৪টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বলেন, হত্যার
কারণ জানতে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক
আব্দুর রশিদ বলেন, আমিনুর রহমান বিষেকে বিকাল ৩টা ৫৫ মিনিটে হাসপাতালে আনা হয়। ৪টা
৪৫ মিনিটে তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

বিষের ভাই শুভ হাওলাদারের অভিযোগ, জমি থেকে বালু
তোলা নিয়ে এলাকার কিছু লোকের সঙ্গে বিষের দ্বন্দ্ব ছিল। এর জেরে প্রতিপক্ষের লোকজন
বিষেকে হত্যা করেছে।