ক্যাটাগরি

শরীয়তপুরে বাস খাদে পড়ে চালক নিহত, আহত ৪০

সোমবার বেলা ২টার দিকে শরীয়তপুর-মঙ্গলমাঝি সড়কের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা চৌকিদার কান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হাওলাদার (৪৫) নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর গ্রামের আমজাদ হাওলাদারের ছেলে।

জাজিরা থানার ওসি আজহারুল ইসলাম সরকার পিপি এম বলেন, “মঙ্গল মাঝির ঘাট থেকে ছেড়ে আসা হাওলাদার পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে শরীয়তপুর জেলা শহরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই মারা যান।”

আহতদের উদ্ধার করে জাজিরা উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান ওসি।