ক্যাটাগরি

সাড়ে ৫ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা গ্রেপ্তার

সোমবার নগরীর সিনেমা প্যালেস ও স্টেশন রোড এলাকায় অধিদপ্তরের
আলাদা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই জনের মধ্যে রহিম উল্লাহ (২১) টেকনাফের বালুখালী
রোহিঙ্গা ক্যাম্পের এবং লিয়াকত আলী (১৮) কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের
উপ-পরিচালক রাশেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে
সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে রহিম উল্লাহকে আটক করা হয়। তাকে তল্লাশি করে সাড়ে
তিন হাজার ইয়াবা পাওয়া যায়।

রহিম উল্লাহ সকালে টেকনাফ থেকে বাসে করে এসে সিনেমা প্যালেস
এলাকায় নেমেছিলেন বলে জানান উপ-পরিচালক রাশেদুজ্জামান।

এদিকে আলাদা অভিযানে স্টেশন রোড এলাকা থেকে লিয়াকত আলীকে
আটক করা হয়। পরে তার পকেট তল্লাশি করে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুই রোহিঙ্গার বিরুদ্ধে কোতোয়ালী থানায় আলাদা
‍দুইটি মামলা করা হয়েছে বলে জানান ডিএনসি উপ-পরিচালক রাশেদুজ্জামান।