হারমান বাওয়েজা তার নাম। ২০০৮ সালে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। সুঠাম দেহ এবং আকর্ষণীয় চোখের কারণে তাকে অনেকেই তখন হৃত্বিকের সঙ্গে তুলনাও করতে থাকেন। অভিনয় করেছেন প্রিয়াংকা চোপড়ার সঙ্গে ওয়াটস ইওর রাশি, লাভস্টোরি ২০৫০ সিনেমাগুলোতেও।
আবার বেশ গুজবও ছিল যে এই দুইজন প্রেমে মত্ত আছেন।
কিন্তু সিনেমার মত তাদের প্রেমই মুখ থুবড়ে পড়ে। ফলে প্রিয়াংকা চোপড়া স্ব মহিমায় বলিউডে টিকে যেতে পারলেও হারমান হারিয়ে যান।
সম্প্রতি চণ্ডিগড়ে হয়ে গেল তার বাগদানের অনুষ্ঠান। ‘ওয়েলনেস কোচ’ সাশা রামচান্দানির সঙ্গে এই বার করে সংসার শুরু করছেন হারমান বাওয়েজা।
বলিউডের তার সহকর্মী এবং বন্ধুরা শুভেচ্ছা জানিয়েছেন ইতিমধ্যেই।