ক্যাটাগরি

কম্বল রোদে দিতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

মঙ্গলবার সকাল দশটায় এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া
হলে দুপুর ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ
ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

রাশিদার দেবর মিন্টু জানান, রনি মার্কেট এলাকায় পরিবারসহ ওই ভবনে ভাড়া
বাসায় থাকেন তার ভাবি।

“সকালে ছয় তলার ছাদে কম্বল রোদে দিতে গেলে রেলিঙে মেলার সময় ভারসাম্য
হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। হাসপাতালে আনার পর চিকিৎসক জানান, ভাবি মারা গেছেন।”

রাশিদা বরিশালের মুলাদী উপজেলার চর সেলিমপুর গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ
সেন্টুর স্ত্রী।