মঙ্গলবার সন্ধ্যা সাড়ে
৭টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ
বিন মোমেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
এ কে আবদুল মোমেনের আমন্ত্রণে তিনি এ সফরে এসেছেন বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে
জানায় ঢাকায় তুরস্ক দূতাবাস।
পররাষ্ট্র মন্ত্রণালয়
জানিয়েছে, বুধবার দুপুর সাড়ে ১২টায় পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক
করবেন সাবুসোলু।
তার সফরে অভিবাসন এবং
ব্যবসা-বাণিজ্য বিষয়ে একাধিক সমাঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের
কর্মকর্তারা জানিয়েছেন।
দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে
বলা হয়েছিল, দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা হবে এ সফরে। একইসঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক
নানা ইস্যুতে মতবিনিময় করবেন সাবুসোলু।
সফরে প্রধানমন্ত্রী
শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
ঢাকায় তুরস্ক দূতাবাসের
নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
সেপ্টেম্বরে তুরস্ক
সফরে গিয়ে সাবুসোলুকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
সে সময় তুরস্কে বাংলাদেশের
নতুন দূতাবাস ভবনেরও উদ্বোধন করা হয়েছিল।