উপজেলার ছোটমেরুং
বাজারে বঙ্গবন্ধু চত্বরে রোববার ভোরে এই ঘটনা ঘটে বলে দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র
দেব জানান।
মেরুং বাজার
এলাকার বাসিন্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এফ এম আলমগীর হোসেন বলেন, বঙ্গবন্ধু
চত্বরে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার দিয়ে মোড়ের মাঝের গাছটির চারপাশ ঘেরা ছিল। সকালে
দেখা যায় ব্যানারটি কেটে দেওয়া হয়েছে।
দীঘিনালা থানার
ওসি উত্তম চন্দ্র দেব বলেন, ঘটনাস্থলে ব্লেড পাওয়া গেছে। বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে
তদন্ত করছে।