নিখোঁজ ফ বি হয়রত কায়েদ (র.) নামের ট্রলার মালিক বরগুনার বদরখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের নুরুল ইসলাম সোমবার ১৮ জেলে নিখোঁজের বিষয়ে বরগুনা থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে ওসি তরিকুল ইসলাম জানান।
নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “গত ৭ ডিসেম্বর গুলিশাখালী থেকে মাঝি ফারুক ১৭ জেলেকে নিয়ে বঙ্গোপসাগরের গভীরে ইলিশ মাছ শিকারে যায়। তারা ১২দিনের খাবারের জন্য চাল, ডাল ও সবজি নিয়ে যায়।
“এরপর তাদের ফিরে আসার কথা থাকলেও সোমবার পর্যন্ত ট্রলারের অবস্থান জানা যায়নি এবং ট্রলারের মাঝি বা জেলেদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সন্ধান মেলেনি।”
নিখোঁজ ট্রলারের মাঝি ফারুকসহ সাতজনের বাড়ি ভোলা জেলায় এবং বাকিদের বরগুনার গুলিশাখালী এলাকায় বলে জানান নুরুল।
এ বিষয়ে ওসি বলেন, ১৮ জেলে নিখোঁজের জিডি নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।