ক্যাটাগরি

মহামারীতে কর্মহীন শ্রমিকদের আর্থিক অনুদান দেওয়া শুরু

মঙ্গলবার বিকালে শ্রম অধিদপ্তরে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পের
কর্মহীন শ্রমিকদের নগদ আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে একথা জানান তিনি।

প্রতিমন্ত্রী মন্নুজান বলেন, “করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০ পরবর্তী
সময়ে দুই গুরুত্বপূর্ণ রপ্তানি খাত তথা তৈরি পোশাক, চামড়া ও পাদুকাশিল্পের অনেকে রপ্তানিমুখী
কারখানা লে-অফ এবং উৎপাদন সাময়িকভাবে স্থগিতকরণ বা সীমিত করণে বাধ্য হয়েছে। ফলে উদ্যোক্তা
এবং শ্রমিক উভয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

“মহামারীর কারণে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সঙ্কুচিত হওয়ায় অনেক শ্রমিক
কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। এই প্রেক্ষাপটে দুই গুরুত্বপূর্ণ খাতে জরুরি
মানবিক সহায়তার লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ফেডারেল জার্মান সরকারের যৌথ অর্থায়নে
সামাজিক সুরক্ষা কার্যক্রমের
আওতায় জনপ্রতি তিন হাজার টাকা করে আমরা অর্থিক সহায়তা শুরু করেছি।”

তিনি বলেন, “আজ থেকেই আমরা শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কর্মহীন
১৭৯৪ জন শ্রমিককে প্রথম ধাপে অর্থিক অনুদান দেওয়া শুরু করছি। ইলেকট্রনিক সিস্টেমের
মাধ্যমে জনপ্রতি তিন হাজার করে টাকা আমরা পৌঁছে দেব।”

এ সময় সংসদ সদস্য সামসুন নাহার, ইউরোপিয়ন ইউনিয়নের প্রতিনিধি মৌরিজিও সিয়ান,
ফেডারেল জার্মানের প্রতিনিধি কন্সটানজা জিয়াহারিনজার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের
সচিব কে এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন।