সোমবার মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন সংবাদ
সম্মেলনে এ অভিযোগ করেছে।
তবে মেয়র মোশাররফ এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন,
অভিযোগের জবাব দিতে তিনিও সংবাদ সম্মেলনে আসছেন।
মেয়র মোশাররফ বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনেরও সদস্য। তিনি
মাধবদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার ছোট ভাই আলী হোসেন শিশির নরসিংদী
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি।
মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাকক্ষে
আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পড়ে শোনান সংগঠনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার
হোসেন।
সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন বলেন, শিবু নাথ এবং ভোলা
নাথ নামে মাধবদীর দুই কাপড় ব্যবসায়ী অন্য ব্যবসায়ীদের কাছ থেকে নগদ ও কাপড় ক্রয়
বাবদ প্রায় ১৮ কোটি টাকা ধার করে। এক পর্যায়ে ওই দুই ব্যবসায়ী দেউলিয়া হয়ে যায়।
মেয়র মোশাররফ হোসেন শিবু নাথ ও ভোলা নাথের কাছ থেকে ৪
কোটি টাকা আদায় করে অ্যাসোসিয়েশনকে বুঝিয়ে দেওয়ার অঙ্গীকার করেন। ওই টাকা পাওনাদার
ব্যবসায়ীদের মধ্যে বণ্টন করে দেওয়ার কথা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মেয়র মোশাররফ হোসেন টাকা
আদায়ের অংশ হিসেবে শিবু নাথ ও ভোলা নাথের কাছে থাকা ৮২ লাখ টাকার কাপড় বিক্রি
করেন। ওই টাকা অ্যাসোসিয়েশনকে না দিয়ে নিজের কাছে রেখে দেন মেয়র। টাকা দেওয়ার জন্য
মেয়রকে তাগাদা দিলেও টাকা আর দেননি।
আনোয়ার বলেন, পাওনাদার ব্যবসায়ীদের চাপে টাকা পরিশোধের
অনুরোধ জানিয়ে মেয়রের কাছে কয়েক দফা চিঠি পাঠানো হয়। কিন্তু টাকা পরিশোধ করেননি
তিনি।
“মেয়র মোশাররফ গত ৩০ নভেম্বর পাওনা টাকা পরিশোধ করবেন
বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু টাকা পরিশোধ না করে উল্টো অ্যাসোসিয়েশনের নেতাদের অশ্রাব্য
ভাষায় গালিগালাজ করেন।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৮ ডিসেম্বর অ্যাসোসিয়েশন
জরুরি সভা ডেকে মোশাররফ হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং অ্যাসোসিয়েশন
থেকে তার সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেয়।
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ওই ঘটনার পর একটি জাতীয়
দৈনিকে মেয়রের নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সেখানে বক্তব্যে নিতে গেলে মাধবদী
বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে ‘অবৈধ সংগঠন’ বলেন বলে মেয়র। ওই বক্তব্যের নিন্দা
জানান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি ও মাধবদী
পৌরসভার সাবেক মেয়র সফিউদ্দিন আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি
আ. মোমেন মোল্লা,মনিরুজ্জামান ভুঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আবু তাহের,
কাজী ইকবালসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পৌর মেয়র মোশাররফ সাংবাদিকদের বলে আসছেন, তার
কাছে গচ্ছিত টাকার বিষয়টি ভিত্তিহীন এবং সামনে নির্বাচনকে ঘিরে একটি মহল এসব
ব্যাপারে বিভ্রান্তি ছড়াচ্ছে।
সোমবারের সংবাদ সম্মেলনের পর জানতে চাইলে মেয়র মোশাররফ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ নিয়ে আগামী বুধবার সংবাদ সম্মেলেন করে বিস্তারিত
জানাবেন তিনি।