ক্যাটাগরি

আবরার হত্যামামলায় সাক্ষ্যগ্রহণ ২৭ ডিসেম্বর ফের শুরু

ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানমঙ্গলবার এই দিন ঠিক করে দেন।

এই আদালতের উপর অনাস্থা জানিয়ে হাই কোর্টে আবেদন করেছিলেন ১৬ আসামি, যা সোমবার খারিজ হয়ে যায়।

আবরার হত্যা: আদালত পরিবর্তনের আবেদনে সাড়া মেলেনি
 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ ভুঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ মামলাটি উচ্চ আদালতের বদলি সংক্রান্ত আদেশ দাখিলের জন্য ধার্য ছিল। আসামি পক্ষের আইনজীবীরা আবেদন উত্থাপিত হয়নি মর্মে আইনজীবী সনদ দাখিল করেন। এরপর আদালত সাক্ষ্যগ্রহণের জন্য ২৭ ডিসেম্বর তারিখ ধার্য করেন।”

তিনি জানান, সেদিন রাষ্ট্রপক্ষের ৪০ নম্বর সাক্ষী এসআই নাজমুল হকের জেরা এবং ৪১ নম্বর সাক্ষী বুয়েট শিক্ষার্থী প্রত্যয়ের জবানবন্দি নেওয়া হবে।

আলোচিত এই মামলায় মোট ৬০ জন সাক্ষী। আসামি ২৫ জন, তারা সবাই বুয়েট শিক্ষার্থী। তার মধ্যে ২২ জন কারাগারে আছেন। কারাবন্দি আসামিদের ৮ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিন আসামি এখনও পলাতক।

বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক শিক্ষার্থী আবরারকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী একটি কক্ষে ডেকে নিয়ে বেদম মারধর করে। এতে তার মৃত্যু হয়।

পরদিন আবরারের বাবা বরকত উল্লাহ কুষ্টিয়া থেকে এসে ১৯ বুয়েটছাত্রকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন।

এক মাস পর ২০১৯ সালের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। গত ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।

গত ১৫ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ স্থানান্তর করে আদেশ জারি হয়।