মঙ্গলবার সকালে মিরপুর উপজেলার আমবাড়ীয়া
ইউনিয়নের হালসা দরগার মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সলেমান হোসেন (২৮) ওই এলাকার ভাদুর ছেলে।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, সলেমান তার বাবার সঙ্গে মাঠে কৃষিকাজ করতেন।সকালে এলাকাবাসী হালসা দরগার মাঠে সলেমানের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে
তা উদ্ধার করে।
পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত
শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর
করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, এ হত্যাকাণ্ডের কারণ এবং এ
ঘটনায় কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে।