ক্যাটাগরি

ঠাণ্ডার তীব্রতা কমছে, বাড়ছে কুয়াশা

দেশের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে এসব অঞ্চলের কোন কোন স্থান থেকে এই শৈত্যপ্রবাহ কেটে যাওয়া সম্ভাবনা রয়েছে। ঠাণ্ডার তীব্রতা কমলেও বাড়ছে কুয়াশা। কনকনে ঠাণ্ডা কমে আসায় শ্রমজীবি ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ কমে আসছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, গোপালগঞ্জ, সীতাকুণ্ড, কুমিল্লা, শ্রীমঙ্গল, বদলগাছি, তেতুলিয়া, রাজারহাট ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কোন কোন স্থান থেকে দূরীভূত হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার ( ২২ ডিসেম্বর) সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ টেকনাফে ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিন্ম তাপমাত্রা ছিল যথাক্রমে ২৪ দশমিক ৯ ডিগ্রি ও ১৪ ডিগ্রি সেলসিয়াস।

ইত্তেফাক/এসআই