ক্যাটাগরি

দিনাজপুরে আবার ট্রেন দুর্ঘটনা

ফুলবাড়ি রেলস্টেশন মাস্টার রফিক চৌধুরী জানান,
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে গুমটির পয়েন্টের কাছে রূপসা এক্সপ্রেস লাইনচ্যুত
হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, খুলনা থেকে
আসা চিলাহাটিগামী আন্তঃনগর রূপসা একপ্রেস গুমটির পয়েন্টের কাছে গেলে একটি বগির
চারটি চাকা লাইন থেকে নিচে নেমে নেমে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

“দুর্ঘটনার পর রাজশাহীর সঙ্গে ঢাকা ও খুলনার রেল
যোগযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন আসার পর রূপসা একপ্রেসকে সরিয়ে নিলে আবার
যোগাযোগ স্বাভাবিক হবে।”

সোমবার রাত ১টার দিকে একই স্থানে ট্রেন-ট্রাক সংঘর্ষে
সুশান্ত কুমার দাস নামে রেলক্রসিংয়ের একজন গেটম্যান নিহত হন।