ক্যাটাগরি

ফিরলেন আজার, নেই মদ্রিচ

নিজেদের
মাঠে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় গ্রানাদার মুখোমুখি হবে রিয়াল। আগের দিন
কোচ জিনেদিন জিদানের ঘোষিত ২৪ সদস্যের স্কোয়াডে আরও ফিরেছেন মিডফিল্ডার ইসকো ও
ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র।

লুকা মদ্রিচ

লুকা মদ্রিচ

গত
২৮ নভেম্বর আলাভেসের বিপক্ষে ম্যাচে পেশিতে চোট পেয়েছিলেন বেলজিয়ান ফরোয়ার্ড আজার।
গোড়ালির চোটে ভুগছিলেন ইসকো। আর মাঝে পেটের সমস্যায় ভুগছিলেন ভিনিসিউস।

দারুণ
ছন্দে থাকা মদ্রিচ গত রোববার এইবারের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচের শেষ দিকে
পেশিতে কিছুটা সমস্যা অনুভব করেন। এ কারণেই ক্রোয়াট তারকাকে দলে রাখেননি কোচ।

১৪
ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে রিয়াল। দুই ম্যাচ কম খেলে সমান
পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ছয়ে আছে গ্রানাদা।