ক্যাটাগরি

শীতের রাতে মাছ ধরতে গিয়ে ফিরলেন লাশ হয়ে

সাপাহার থানার ওসি
তারেকুর রহমান জানান, উপজেলার জবই বিলের মাহিল কালিন্দর এলাকা থেকে মঙ্গলবার বেলা ১টার
দিকে সাখাওয়াত হোসেন (২৮) নামে এই ব্যক্তির লাশ উদ্ধার করেন তারা।

সাখাওয়াত উপজেলার
গোয়ালা বাসিন্দাপাড়ার আব্দুস সাত্তারের ছেলে।

ওসি তারেকুর বলেন,
সাখাওয়াত সোমবার রাতে মাছ ধরতে যান। মঙ্গলবার সকালে লোকজন তার মৃতদেহ পড়ে থাকতে দেখে।

“ঘটনাস্থল থেকে আলামত
হিসেবে মৃত ব্যক্তির হাত থেকে লাইটার, চর্ট লাইট, মাছ ধরার জাল ও মাছ রাখার উদ্ধার
করা হয়েছে। আলামত দেখে মনে হয়েছে মৃত্যুর আগে সাখাওয়াত আগুন জ্বালানোর চেষ্টা করেছিলেন।”

এ বিষয়ে থানায় একটি
অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি তারেকুর রহমান।